শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

দুটি কবিতা -- খুরশিদ আলম


ধ্বংস  
     
সব ধ্বংস হয়ে যাওয়ার পরেও কিছু থাকে
ছাই -পোড়া গন্ধ একটা শূন্যভূমি
সবুজ না থাকলেও বিস্তৃত পরিধি থাকে
আমি তার কী নাম দেবোমানচিত্র নাকি দেশ!
  
 দাগ       
বুকের ভেতর আজন্ম একটা দাগ আর কিছু বোবা মৌনতা
কলঙ্ক শুনেছি রাধার
যেমন চাঁদেরও কলঙ্ক আছে সেরকম

নিজের কাছে ছুটে আসি বারংবার
প্রশ্নটা নিজের কাছে নিজের
পুরুষের কি  কলঙ্ক হয়?

                      নাকি দাগ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...