রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- মধুমিতা চক্রবর্তী


এলিজিঃ শাল সেগুনের 

পোয়াতি মেয়েটার সাদা নিষ্প্রাণ চোখ,
ঘোরলাগা দৃষ্টি নিয়ে সন্তানের জন্ম দেখতে চায়
তুমি বললেই নিয়ে যাবো লতাবাড়ির স্বাস্থ্যকেন্দ্রে,
ব্যবিলনের শূন্য উদ্যানের মতো যেখানে ঝুলে আছে
ডাক্তারবাবু!... সম্পর্ক ফুরিয়ে যাওয়ার মতো এক্সপায়ারি ওষুধ
তুমি বললেই পুরো শীতকাল ডেকে দেব সোনালি রোদ্দুরে,
ভোরবেলাটা হয়ে যাবে বড়ে গুলাম আলি,
                                                 সন্ধ্যা মেহেদি হাসান
অদূরে উৎসবের পুরানো যাত্রাপালার সাইকোডেলিক আলো
তার নীচে সাদা রক্তস্রাবের ভিতর একটি মৃতজন্ম...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...