শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- সুদীপ্ত মাজি




ভোর



অজস্র জন্মের মধ্যে কত দিনরাত্রি আসে
জানি রাত্রি মুছে তবু তোর
আহত মুখশ্রীটুকু যেটুকু আড়াল রেখে, এ মুহূর্তে
অপরূপ করে তুলছে ভোর

বাইরে তার দ্যুতি, মধু, চমৎকার বিজুরিচমক
অলিন্দের ফাঁকে ফাঁকে কেঁপে কেঁপে উঠে আসছে
                                            মনোরম কিছু দীর্ঘশ্বাস


এই তোর অমরত্ব--আহত মুখশ্রীটুকু
                                       নিপাতনে সিদ্ধ মধুমাস!




1 টি মন্তব্য:

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...