শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- মাধবী দাস



বাজেয়াপ্ত জামানত




শ্রীহীন নক্ষত্র দেখে ধূসর পান্ডুলিপির কথা
মনে পড়ে গিয়েছিল 
যে রশ্মি জানার জন্য পিটপিট ইশারা অনুসরণ
গোলাপি আঙুলে আংটি পরিয়ে অপেক্ষা 
সে রশ্মি সন্ধ্যার সিলিকন
ছোট ছোট আয়নার চারদিকে ঘুরেই
আলো হাতে জ্বলে উঠতে পারি
কৃত্রিম আবেশে তারা গোনার নাটক করতে পারি
খুব দুঃখে সুখী সুখী অভিনয় করতে পারি
হাসিতে ছড়িয়ে দিতে পারি মোহ
আমার উজ্জলতায় ম্লান হতে পারে
হাজার তুষারশুভ্র হৃদয়

তবুও দিনশেষে কাশ্মীরের
যন্ত্রণার ইতিকথা মাথাচাড়া দিলে
সমস্ত অহংকারের
জামানত বাজেয়াপ্ত হয়

1 টি মন্তব্য:

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...