রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- ব্রহ্মজিৎ সরকার


দূরত্ব



দূরত্ব কমে এলে ফুটে ওঠে কচি ঘাস ফুল
আমাকে ছাপিয়ে ওঠে ঘাসের পাতারা
বুকে বুকে সুগন্ধ লক লক করে...

সকালের হাসি টুকু আমরা পেয়েছি
যেমন আকাশ পায় পাখির কুজন
গানে ভরা মেঘ যেন ম ম করে...

দূরত্ব বেড়ে গেলে খসে যায় হৃদয়ের মাটি
আমাদের রাস্তায় মৃত গাছ হা হা করে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...