বিষ
লোকটাকে দেখে এগিয়ে গেলাম। বিষের একটা প্যাকেট ধরে
বললাম
- মরবে তো?
- এখন আপনাকে তো খেয়ে দেখতে বলতে পারি
না, বলে লোকটি
হেসে উঠলো। আমি হেসে ফেললাম। এই ভেবে ভালো লাগলো
যে
বারোমাস সারাদিন ঘুরে-ঘুরে বিষিয়ে যাওয়া তার জীবন ইঁদুর মারার
বিষ বিক্রি করছে
হাসি মুখে। বললাম
- আর বলবেন না। এত ইঁদুরের উৎপাত শুরু
হয়েছে যে পারা যাচ্ছে না।
সব কেটেকুটে একশেষ।
- নিয়ে যান। কাজ হবে।
এরপর কীভাবে বিষটা ব্যবহার করতে হবে
তা তিনি বুঝিয়ে দিলেন
এবং একটু চুপ থেকে বললেন
- আমার ঘরেও ইঁদুর আছে। তবে তাদের মারি
না।
- কেন, আমার
অবাক করা প্রশ্ন
- সংসারে আমি একা। আত্মীয়বন্ধু বলতে ওই
কিছু ইঁদুর,
কিছু আরশোলা আর পোকামাকড়। ওরা ঘরে
ঘোরাফেরা করলে মনে
হয় কেউ সঙ্গে আছে। ঘরটা ভরাট মনে হয়।
- তাহলে ইঁদুর মারার বিষ বিক্রি করছো কেন?
- কী করবো, বলুন। বেঁচে থাকার জন্য অনেক সময় বন্ধুকেও
শত্রু ভাবতে হয়!
এখানে মানুষ,
মানুষকে মারছে। আমি না-হয় ইঁদুর মারছি
...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনছোট্টর উপরে খুব গভীর অর্থবহ লেখনী। যে কাজে তুমি পারদর্শী সোমনাথ। লেখাটি দারুন লাগলো।
উত্তরমুছুন