সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- দেবাশিস দাশ


দোতারাবাদক



আমি সেই দরবেশযার
মন কেনা যাবে না কখনও

ছোট্ট চা খেতের পাশে একা
ব্যক্তিগত এক বনাঞ্চলহুহু ঝোরা
আমাকে লালন করে,
সারারাত জেগে
আমি তার বেঁধে নিই গ্রহে-গ্রহান্তরে

ভাল করে শোনো
আমার একমাত্র কাজ
মৃত্যু পার করে করে
মায়াপথে ছায়াপথে নক্ষত্র জ্বালানো


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...