দেশভাগ
তুমি দেখতে পাচ্ছ নদীর শান্ত দুই দিক
তুমি আলিঙ্গনের মধ্যে বেঁচে আছো কোথাও
আমার হৃদয়ের ভেতর থেকে মৃদু গুঞ্জন আসে
তোমাকে হতভাগ্য করে আমি আজকাল
কাঙাল সেজে ঘুরে বেড়াই
তারপর বিষন্ন এই রাত
জ্ঞানের পাহাড়। আমি ক্লান্ত। পরিশ্রান্ত
অনেকবার ভেবে দেখেছি
আমার শরীরের সমস্ত উচ্ছ্বাস থেকে জন্ম নিচ্ছে
শ্লোক
উচ্চারণ করছি আমি
মৃদু হয়ে কেঁপে যাচ্ছে -— নদী
দুই দিক থেকে দেশভাগের হাওয়া বয়ে যায়
অতঃপর
তুমি আমার
মেজাজের ভেতর হারিয়ে গেছো
চিৎকার করে
তোমার আত্মা বলছে
তুলে দাও কাঁটাতার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন