অন্তর্যামী
জলছায়ার উজান স্রোতে
মাটিমাখা শরীর নদীতে সূর্যাস্ত ভেঙে দেয় !
প্রতিপক্ষ যদি শেষ থেকে শুরু করে
তবে অন্তর্যামীও বিদ্ধ হবে
পরাজয়ের ক্রশে!
গার্হস্থ্য
অযথা প্রত্যাশা করাটা যেন
আশার মধ্যে অনিশ্চয়তার সামিল !
অতএব টুকরো সুখ রঙীন পাথরের মতো ,
মজা নদীর বুকে গার্হস্থ্য সাজায় ;
হঠাৎ অনুভব আসা যেন
আকাঙ্খার মাঝে বিমূর্ত অভিমান !
তাই শূন্যে ভাসা শব্দ যেন জলছবির মতো ,
জীবনের ক্যানভাসে মৃত্যু আঁকে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন