রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- বিকাশ দাস (বিল্টু )



খয়েরি জীবন

খয়েরি টিপ আনিনি বলে কত অভিমান!
অভিমানে অভিমানী পাগলিটার আমার সাথে যাওয়াই হলো না আর

একদিন কিভাবে পালিয়ে গেলে
চৌকাঠে আর পা পড়েনি তোমার !
      

আজ খয়েরি কত্ত টিপ ড্রেসিংয়ে..

তোমার ছবি ভাসেকিভাবে যে কত সহজেই  ছাই হওয়া যায়
            নীরব সাক্ষীও হতে পারেনি যে
                                                       তিলোত্তমা

উদাসী আমি !
আমার সোনার খাঁচাও যে আজ খয়েরি  ;

                                                    কি নিষ্ঠুর না !




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...