সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- মানবেশ মন্ডল


গোপন ইশারা



মহাজাগতিক কোন আলো নেই
তোমার স্নান ঘরে
এখানেই তুমি রোজ কেঁদে ওঠো
প্রিয় মানুষের মুখ মনে করে...
পাঁচ আঙ্গুলের আছড়ে
দেয়াল জুড়ে আকো প্রেমিক চোখ মুখ
আর অসম্ভব বিমূর্ত দুটি ঠোট...


এতো বড় আকাশ এতো বড় মহাশূন্য মাঝে
আমাকে রোজ ডাকো গোপন ইশারায়
এই টুকু স্নান ঘরে আমাকে ভিষণ আঁকড়ে ধরো
দেখো আমার শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছ
তোমার কান্নায় ভিজে যাচ্ছে ফুসফুস...

এভাবে কি কাছে যাওয়া যায় বলো
তুমি তো জান পথে কতগুলি গাছ পেরোতে হয়...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...