বুধবার, ৫ আগস্ট, ২০২০

তাইওয়ানের কবিতা -- রূপান্তর :মাসুদুল হক


                                                                                                           

মূল:লি কুয়েই-শিয়েন
রূপান্তর : মাসুদুল হক












প্যারোডি:বাংলার বাঘ


মশারা ঘরে ঘরে ঘাপটি মেরে থাকে 
রক্ত চুষার প্রতীক্ষায়
একটি মশা আয়নার মুখে বসে
 নিজেকে দেখে আত্মমগ্ন হয়ে ওঠে
এই দেখো নালাগাও তালি!
আমি এক বাংলার বাঘ খুন করেছি

সরু রাস্তার সীমিত পরিসরে যানবাহনের
 প্রতিযোগিতা আর ভিড় লেগে থাকে
চারতিন আর দুই চাকার ভিড়ের মধ্যে
পথচারীরা খুব সাবধানে পার হয়
জনসমুদ্রের ঢল থেকে
সহসা বাংলার বাঘ গর্জে ওঠে!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...