এক সারি সারস
বালির উপর দাঁড়িয়ে
নিঃশব্দে প্রার্থনা করে:
"যখন খুব ক্ষুধা পায়
আমরা যেন টাটকা টাটকা
ছোট মাছ খেতে পাই
-- আমেন! "
তারপর তারা পাখা ঝাপিয়ে
জলে নেমে যায়
এবং টপাটপ
ছোট ছোট মাছ ধরতে থাকে
শেষে এক পা তুলে
ঘুমিয়ে ঘুমিয়ে
গভীর রাতের
সুখের স্বপ্নগুলোকে
স্বাগত জানায়!
গুয়ান্ডু প্রাকৃতি উদ্যান
লেন্সের খুব দূরে
জলে, জলের উপরে
কমার মতো দাঁড়িয়ে অথবা বসে আছে
একটা সারস পাখি
কোনো শব্দ নেই, নেই কোনো সাড়া
যেন এক ফোঁটা জল
পতিত হবার জন্যে স্থির হয়ে আছে
সে কি ওখানে আছে?
না কি
ওটি তার ক্যামেরা!
তামসুই নদীর তীরে সূর্যাস্ত
সমুদ্রের উপর অস্ত যাওয়া সূর্য
একটি ভাসমান লাল বেলুন
এটি কোনো ছোট্ট মেয়ের বেলুন
বাবা আমার লাল বেলুন
আমি সমুদ্রের দিকে তাকালাম
শৈশব অদৃশ্য হয়ে যাচ্ছে
বাবা, এতো দ্রুত হাঁটবে না
আমি তোমার সঙ্গে বাড়ি আসতে চাই
হঠাৎ অন্ধকার ঘনিয়ে আসে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন