মূল :লিন লু
রূপান্তর : মাসুদুল হক
সমুদ্রের শব্দ
আমরা একসাথে সমুদ্রের মুখোমুখি হচ্ছি নিঃশব্দে
শুধু শব্দকে সমুদ্রে ছেড়ে যাওয়ার জন্যে
শুধু শব্দকে সমুদ্রে ছেড়ে যাওয়ার জন্যে
দুপুরের রোদ অমায়িকভাবে একটি ছাতা ধরে আছে
উপকূল অবিরামভাবে প্রসারিত হয়ে উঠছে
আমি জানি না কীভাবে অতীতকে স্মরণ করতে হয়
তুমি তোমার দুর্বলতাগুলো কী সুন্দর ধরে রেখেছো
সূর্যকে প্রতিহত করতে তোমার চোখদুটো সঙ্কুচিত করে আছো
অথচ কী সুন্দর ঝলমলে এই আলো
আমি নিঃশব্দে তোমার ছায়াচিত্র লিখে চলেছি
তুমি ঘুরে দাঁড়ানোর পরে বলতে ইচ্ছে করে
স্তূপীকৃত লবণপাহাড়ের আকাঙ্ক্ষায়
তুমি যুবক হয়ে উঠেছো আর খুব পরিশুদ্ধ দেখাচ্ছে তোমাকে
এই সমুদ্রের কাছে
এই সমুদ্রের কাছে
এই আমাদের শেষ সমুদ্রের কাছে আসা
নিঃশব্দ আমাদের শেষ সংলাপ
আমরা আমাদের লুকিয়ে রাখা পরিবারের কণ্ঠস্বরগুলো
প্রিয় সমুদ্রে রেখে যাচ্ছি
প্রিয় সমুদ্রে রেখে যাচ্ছি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন