আমাদের অসমাপ্ত গল্প
ছায়ার গন্ধে সন্ধ্যা সাজিয়ে আমরা মিথ ধরে হেঁটে যাচ্ছি সস্তা জীবাস্মে।
চারদিক নির্জীব। মৃত কোলাহলের কথোপকথন নিভিয়ে অতীতের স্লেট থেকে
উগড়ে পড়া পরাবাস্তবতার মুখ।
কতগুলো দিনের খাতায় থ্যাঁতলানো জোনাকপোকার অসুখ।
দাম্পত্য জীবনের জ্যামিতি চ্যুত অজুহাত
ফসকানো গল্পের মায়ায় ঈশ্বরের নিম্নগামী হাত।
মাথার ভিতর রক্ত গোলাপ... চামড়ায় ভালোবাসার ধারনা লিখে
প্রেমপত্র থেকে ছিটকে যাচ্ছি অহেতুক রবিবারের দিকে।
দাম্পত্য জীবনের জ্যামিতি চ্যুত অজুহাত
ফসকানো গল্পের মায়ায় ঈশ্বরের নিম্নগামী হাত।
মাথার ভিতর রক্ত গোলাপ... চামড়ায় ভালোবাসার ধারনা লিখে
প্রেমপত্র থেকে ছিটকে যাচ্ছি অহেতুক রবিবারের দিকে।
আমরা নামতে থাকি রতিবিলাপে
নামতে থাকি ঝাপসা আর বৃষ্টিতে
নামতে থাকি পর্দা ছিঁড়ে
পিথাগোরাসের সূত্র ধরে।
নামতে থাকি পর্দা ছিঁড়ে
পিথাগোরাসের সূত্র ধরে।
বোধহয় আমরা মিউজিয়াম থেকে তুলে আনা নির্লিপ্ত অতীত
ঝিঁঝিঁ পোকার ডাকে সেঁটে থাকা পরামানুষের মনস্তাপ।
ঝিঁঝিঁ পোকার ডাকে সেঁটে থাকা পরামানুষের মনস্তাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন