বক্সা জঙ্গল
মানুষ জন্মের ভষ্ম শূন্যের ভিতরে উড়িয়ে দেব আজ
শূন্যের ভিতরে নীরবতার কি কোনো বর্ণমালা থাকে ?
তার শব্দহীন জলতরঙ্গ কি কান পেতে শুনেছ কখনো?
যে ভাবে এই বক্সা জঙ্গল ধ্যানমগ্ন হয়ে শুনছে আকাশ ,
অযুত বছর !
হে আশ্চর্য বাঙ্ময় ধ্যান , হে আকাশ-সাংঘ্রিলা , আমাকে
পাথরজন্ম দাও ,বৃক্ষজন্ম দাও , শূন্যের ভিতরে শুদ্ধ
আত্মাকে জাগাও , শূন্যের ভিতরে নিজেকে ভাসাব আজ
অশ্রুত-উদয়ে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন