বিশ্বাস লুকিয়ে রাখছি। অবিশ্বাস বুক বাজিয়ে বলছি।
একটা বহুতলের অসংখ্য খোপে যারা ঘুমোচ্ছে এখন,
একই বিস্তারিত ছাদের নীচে,
তাদের প্রত্যেককে আপনি কিছুতেই পারবেন না এক জিনিসে আসক্ত করতে৷
গণিতে মৌলিক সংখ্যা এক প্রহেলিকা,
তার কোনও নিয়মমাফিক চলন নেই,
মানুষ, মৌলিক মানুষ নিয়ে কারবার আমাদের।
অথচ ভাবছি সকলে কেন আমার মতো নয়?
কেন প্রতিটা লোকে একই বিশ্বাসে আস্থা রাখতে পারছে না।
আসলে মাথার পেছনে হাত না পেয়ে একদিন বালিশ আবিষ্কার করা হয়।
আমরা ভেবেছি ঘুমোব।
কখন কার ইনবক্সের ভেতর ঘুমিয়ে পড়েছি জানতে পারিনি।
ভাঙলে দেখা যায় এখানে তো থাকার কথা ছিল না।
অসংলগ্ন জামা ও কথা নিয়ে রাত কেটে যাচ্ছে।
যন্ত্রের মতো আমরা ভাল আছি।
বিশ্বাস এক মারাত্মক ভ্রম।
অবিশ্বাসও একটা বিশ্বাস।
একটা বহুতলের অসংখ্য খোপে যারা ঘুমোচ্ছে এখন,
গণিতে মৌলিক সংখ্যা এক প্রহেলিকা,
অথচ ভাবছি সকলে কেন আমার মতো নয়?
আসলে মাথার পেছনে হাত না পেয়ে একদিন বালিশ আবিষ্কার করা হয়।
আমরা ভেবেছি ঘুমোব।
কখন কার ইনবক্সের ভেতর ঘুমিয়ে পড়েছি জানতে পারিনি।
ভাঙলে দেখা যায় এখানে তো থাকার কথা ছিল না।
অসংলগ্ন জামা ও কথা নিয়ে রাত কেটে যাচ্ছে।
যন্ত্রের মতো আমরা ভাল আছি।
বিশ্বাস এক মারাত্মক ভ্রম।
অবিশ্বাসও একটা বিশ্বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন