মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

কবিতায় --- দীপায়ন পাঠক

ইচ্ছে

বরং ভেঙ্গেই ফেলি আয়নাটা
জানালা কপাট খুলে ফেলি
রামধনু রোদস্বপ্ন আসুক
শীতের কুয়াশা জড়িয়ে নিয়ে

গুলিয়ে যাক ঠিকানা আমার
চিঠির বাক্স সরিয়ে ফেলি
বই-টেবিলে শান্ত ঘুঘু
ঘুমকে কোথাও বন্ধক রাখি

প্রশ্নগুলো গায়ে মেখে নিই
উত্তর করি ওলট-পালট
হেঁটে হেঁটে ক্লান্ত মনে
চুপটি বসি নদীর পাশে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...