বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

কবিতায় -- অনিরুদ্ধ দেব


প্রতিশ্রুতি

কী হবে নামের সাথে নাম জুড়ে?
সেই তো একে অপরের গায়ে কাদা ছোড়া ছুড়ি 
মধ্যখানে চাল ডাল নুনের দেওয়াল 
গেলাস উপচে পড়া কুৎসা 
আত্মীয়স্বজন পাড়া পড়শির বাড়ি নালিশের ভীড় 
শেষ রাতে মনখারাপের এক পশলা বৃষ্টি।

তার চেয়ে আমরা বরং একটা গাছ লাগাই 
যত্ন করি ,গান শোনাই
রোজ দুবেলা জল ঢালি
আর যখন সেই গাছে ফুল ফুটবে, দূরে  দাঁড়িয়ে দেখবো দুজনে 
তখন কেউ তার পরাগ মাখবো না , ফুল তুলবো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...