শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

কবিতায় -- শুভদীপ ঘোষ



 মন খারাপের ডাইরি থেকে 



ব্যক্তিগতভাবে রুমালের ভাঁজে
আমরা জমিয়ে রাখি প্রিয় পারফিউমের গন্ধ
ধূসর বিকেল। বাওকুমটা বাতাস।

কিন্তু আমাদের সাজানো ব্যঞ্জন ধ্বনির ভেতর
জ্বালিয়ে দিই চকমকি পাথরের রঙ

এভাবেই একান্তে মন খারাপের
ঢেউগুলো অস্তমিত সূর্যের আলোয়
আমাদের টেলিফোনের তারে
                                ফিঙে হয়ে দোলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...