মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

কবিতায় -- উদয় সাহা



হায় !  বৃষ্টি !

যতদূর চোখ যায় অস্তিত্বহীন আকাশ
বৃষ্টি হচ্ছে অথচ দেখা যাচ্ছেনা

                              বৃষ্টি ...হায় !

আষাঢ় কিনেছে আকাশ
জ্যৈষ্ঠের মালিকানায় সময়
ভবিষ্যৎ শ্রাবণ লিখিত

সমস্ত হাসি, গল্প, প্রেম নীরব হলে
শাশ্বত হয় কার্বন-রাত
প্রতি কঙ্কালে মশলার মত কে যেন মিশিয়ে দেয় অন্ধকার

মাটির শেষ গানটুকু বুকে নিয়ে নিশ্চুপ নিশীথ সূর্য
কোন দূর ---- ঈশ্বর ---- নীরব...
ঈশ্বরের হাতে বায়ুবীজ

দেহহীন। বিস্তৃত কবরখানা। হলুদ ঘাস।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...