হায় ! বৃষ্টি !
যতদূর চোখ যায়
অস্তিত্বহীন আকাশ
বৃষ্টি হচ্ছে অথচ দেখা
যাচ্ছেনা
বৃষ্টি ...হায় !
আষাঢ় কিনেছে আকাশ
জ্যৈষ্ঠের মালিকানায় সময়
ভবিষ্যৎ শ্রাবণ লিখিত
সমস্ত হাসি, গল্প, প্রেম নীরব হলে
শাশ্বত হয় কার্বন-রাত
প্রতি কঙ্কালে মশলার মত
কে যেন মিশিয়ে দেয় অন্ধকার
মাটির শেষ গানটুকু বুকে
নিয়ে নিশ্চুপ নিশীথ সূর্য
কোন দূর ---- ঈশ্বর ----
নীরব...
ঈশ্বরের হাতে বায়ুবীজ
দেহহীন। বিস্তৃত কবরখানা।
হলুদ ঘাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন