শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

কবিতায় -- শ্যামল কুমার মিত্র


 অ্যাবস্ট্রাক্ট কবিতা        

অজ্ঞানীরা বলে,   "বুঝিনেকো বাপু,   আগা-মাথা কিছু ছাই!
এক কথার সাথে   আরেক কথার   যোগ খুঁজে কভু পাই?
দাঁতভাঙা যত   শব্দ জুড়ে জুড়ে     পংক্তি গড়েছে যে-কবি,
আমার তো ভাই   সন্দেহ জাগে    সেও জানে কিনা সবই!
অর্থ যে তার   কোন্ গাছে ফলে    আমি অজ্ঞ কি তা জানি?
কিছু না বুঝেও    সবার সাথে তারে    তাইতো কবিতা মানি "  

জ্ঞানীরা যে বলে,    কী দারুণ আর্ট,    জীবনমুখী শিল্প!
বিরাট সৃষ্টির    পরাকাষ্ঠা ,     তো নয় কিছু গল্প
পরতে পরতে    ঠাসা আছে জ্ঞান,     আর যত রসে ভরা
সমঝদারের    চিন্তার খোরাক,    কোন্ পাকা হাতে গড়া?
দেখ কী তার    শব্দ চয়ন,    অভিধানও মানে হার!
মানে বোঝা     অতই সোজা?   সাধ্যি কী সবার?
শিল্পজ্ঞান,     ভাষাজ্ঞান     না- যদি থাকে ঘটে,
তবে কি আর    যায় গো বোঝা    এমন কবিতা মোটে?
স্বল্পজ্ঞানীর    নয়তো কর্ম    অ্যাবস্ট্রাক্ট কাব্যি চর্চা,
কত লোকে     কত চেষ্টা করেও    কতবার গেছে মুর্ছা "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...