শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

কবিতায় -- মিহির দে

     আমি   ঈশ্বর   







ইতিহাস ও ভূগোলের মধ্যে যে ব্যবধান তার ভেতর অনায়াসে  ঢুকে পরে দশম রাশিচক্র
যোগ বিয়োগের খেলায় নিজেকে ভাঙতে গিয়ে
কখনও ভাবিনি প্যান্ডোরার বাক্সের কথা  
প্রতিদিন আয়নার বিপরীতে দাঁড়াই
দেখি চশমায় কোনো কুয়াশা লেগে নেই
কোনো গাছ পর্ব না রেখেও বলতে পারি
তার ভেতরও একটা বার্তা আছে
আসলে আমি  ঈশ্বর মুখোমুখি হলে
ছুঁড়ে দিই কিছুটা অভিমান...
ফাঁকা মাঠে রেফারি একাই দাড়িয়ে থাকেন
                                                   
বাঁশি হাতে

আমিও বেলার দিকে হেঁটে যাই ধীরে ধীরে...


1 টি মন্তব্য:

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...