বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

কবিতায় -- আব্দুল বাকী



 কাগজের নৌকো

ছেলের বানানো কাগজের নৌকো
আমি ও আমার ছেলে
ভাসতে ভাসতে তীরে পৌঁছে দেখি
একবুজ্জু কাগজ হাতে দাঁড়িয়ে আমার ভুলে ফেলে যাওয়া ছেলেবেলা
এখন একটা নৌকো বানিয়ে ওকে তুলতে বলছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...