মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

কবিতায় -- প্রশান্ত দেবনাথ


বিস্ময়চিহ্নের মতো  

আশ্বিনের জোৎস্নায় ভাসতে-ভাসতে
আমার ডানা অস্থির গন্তব্যের খোঁজে
ডানায় তখন  দেখেছি সুখের চিহ্ন

আড়ালে মুচকি হেসেছে দুঃখ

দুঃখের বিচরণ বাইরে ভেতরে 
দুঃখ খেলবার ছলে ডেকে আনে ছদ্মঘুম 
অসংখ্য মুদ্রা জানে তার আঙুল

আমার  ছেলেকে  আনপথে নিয়ে 
 দিয়েছে  হাতে বিষফল, তাড়ি...

আজ দিনকে মনে হচ্ছে অনাগত রাত 
বিস্ময়চিন্হের মতো লাগছে মেঝের ফাটল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...