মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

কবিতায় -- শুভদীপ আইচ



 ঘোর  
               

শুভ্ররাত্রির পরেও যা কিছু কথা থেকে যায়
আমি তাদের নিয়ে রচনা করি পুণ্যশ্লোক ।

রাত্রি আমাকে ক্রমশঃ অনুসন্ধিৎসু করে তোলে ,

এই যে এত সন্দেহ নিয়ে বেঁচে আছি ,
অবিরাম খুঁড়ে চলেছি তপ্ত বালিয়াড়ি ,
শুধু মনে হয় -
এই মেঘজন্ম অপূর্ণ থেকে গেল কোথাও

জল চাই , জল চাই " বলে এই যে প্রতিটি নিকোনো উঠোন জুড়ে ঘোরাঘুরি
আর তাপ্পিমারা ঝোলায় করে বয়ে বেড়ানো মাধুকরি
ক্রমশঃ ন্যুব্জ হয়ে চলেছি ...

ভিক্ষা দাও , ভিক্ষা দাও মোরে "
স্তব্ধ কর হে আবহমান কাল ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...