বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

কবিতায় -- রিমি দে

   
বাউল

ঘরটি হাত পা গুটিয়ে চুপচাপ

মাঠের সাথে ঘরের কোন সম্পর্ক ছিলো না
ঘরের ভিতরেই ঘরেরা ঘুরঘুর করে
ঘোরের ভিতর জানালা দরজা দেওয়াল
গুনগুন ঘোরোতরো অন্ধকারে   ঝরে পড়ে...
তারও ভিতর তারও ভিতর
চাপা পড়ে আছে
অজস্র ঘরের ছায়া


ঘরটির আর কিছুই করার ছিল না
ডান দিক থেকে এগিয়ে আসা নদীটি
আঁকড়ে ধরেছিল বিষণ্ণতা
হুহু কেপে ওঠা শীতকালীন নিরবতাগুলো
ভাঙতে ভাঙতে...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...