শিরোনামহীন
★★★★★
চল সব দ্বার আলগা রাখি, পাশাপাশি শুই
শুধু চোখ বেঁধে এসো,
আমি তো এমনিতেই দেখতে পাই না
এই অচ্ছতায় অনুভব করি -
আদিম মেঘের নীচে নদীর প্রশ্বাস, সবার অলক্ষ্যে
কেমন বহুগামি হয়ে ওঠে
প্রতিবেশী ঘুমে কোন রাই রেখে যায় কদম
ছুঁয়ে দেখ, কতটা ভালোবাসি
দেয়াল খসা রোদ, মৃত শ্লোগান আর বর্ণময় ক্ষতগুলো
বাকে বাকে আমার ভ্রম ও ভ্রমন, তবু
পথ কেমন অভিন্ন থাকে
চোখ বেধে এসো, দেখে নাও
খোলা চোখে যা যা দেখা যাবে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন