বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

কবিতায় -- শুভেন্দু লাহিড়ী


মহাভারত


মহর্ষিকে জানাই আমার প্রনাম
তার ডাকাতিয়া শ্লোক শুনে
আকাশে ডানা মালেছিলো পাখি
ভাবেছিলো...পার হবে
কাস্পিয়ান, জিব্রাল্টার,উত্তর সাগর
#
কুন্তি আজো যায় সূর্যের ঘাটে
ভীমসেন যুদ্ধ করে পল্লবদের সাথে
শকুনীর চাতুরি দেখে
হাত করে নিশপিশ
খুলে যায় কংসের কারাগার
ভগবানের জন্ম হয় হিন্দুরঘরে
পায়ে তার বজ্রাঙ্কুশ চিহ্ন
#
মহর্ষির শ্লোক থেকে উঠে আসে
ভবিষ্যতের চিন্ময় মেঘ,মহাভারত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...