শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

কবিতায় -- পহেলী দে


 আফিমের শহর 



ভালোবাসার কফিনে পড়ে থাকে হৃদয় পোড়া ছাই
কব্জিতে বাঁধা সময়ের কঞ্চি ভাঙতে ভাঙতে
অবশিষ্ট কিছুই থাকলো না,
জলের কলঙ্ক কচুরিপানার মত
ওষ্ঠে ফোটা দুঃখফুলেরা পড়ে থাকে
বিষাদের বিছানা জুড়ে,
পর্যন্ত একটি সকাল অথবা রাত
কোনটির পূর্ণাঙ্গ সৌন্দর্য্য ফোটেনি একান্তের বাগানে,
পাশ কাটিয়ে উড়ে যাচ্ছে তারুণ্যের শ্বেত কবুতর,
বিষাদের ক্যাকটাস পাহাড়া দেয় নেশাগ্রস্ত হিমাগার
ইচ্ছে করে হৃদয় ভাঙা কাঁচে
সাজিয়ে দেই আফিমের শহর
যেন ক্যাসিনোর যমকালো সন্ধ্যা সহযাত্রী হয়
গুলিবিদ্ধ আয়নার শবাধারে
যদিও কথা ছিল ফড়িঙের ফেরারী সংগীত শুনবো পতঙ্গের সন্ন্যাসে,
ঘাসের গালিচায় শুয়ে শুনবো  পরিযায়ী গণিকার স্বপ্নবিলাস,
পৃথিবী সমান বেদনার গল্প শুনবো আকাশের মুখে,
আরো শুনবো সবুজবাতি নিভে যাওয়া
বন্ধ দরজার ভেতরে ঘুমন্ত টেরাকোটার যুগল গাঁথা
হয়তো শ্রম বিকিকিনির হাটে বেদনাবিলাসের
সহজাত কোনো প্রবৃত্তি থাকে না বলেই
কবিরা বেমালুম ভুলে যাচ্ছে হলুদাভ পাতার
ঝরে যাওয়াতেও লুকায়িত আছে জীবনের পতন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...