বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

কবিতায় -- শুভ্রদীপ রায়

একটি খোঁজবহুল ইতিবৃত্ত। 

" Now that you know what you always knew:
The country cannot be reached by jet.
Nor by boat on jungle river,''
--A.K.Ramanujan
"Chicago Zen"

স্মৃতিলজিক আমি খুঁজে ফিরি বিতর্কিত সাকিনের সুলুকসন্ধান
ক্রীম চর্চিত অ্যাড তরুনী তবু দিতে চায় নষ্টনীড়ের পৌন:পুনিক আশ্বাস
গর্তবহুল রাজপথে ছুটে চলে গাড়ি,সমগামী আমার উৎকন্ঠা।
গাঁজাতুর ধারনায় অবয়ব ক্রমশ: ধোঁয়াটে,রৈখিক বাঁধনবিহীন
সাকিন তবু এল ডোরাডো,অনাস্বাদিতপূর্ব কন্টিনেন্টাল ডিশ!
স্মৃতিগুলি চায় শৈল্পিক স্থায়িত্ব,রাজনৈতিক প্রতিশ্রুতি নয়,
তারা ব্যর্থ মনোরথ, অচেনা শহরের ইন্টারস্টিশিয়াল স্পেশে আমি হাতড়ে বেড়াই।

পাওয়া না পাওয়ার ডিলেমায় শেষ হল আরো একটি ব্যর্থমুখর দিন।
অন্ত যেমন জানেনা ঘড়ি দেখতে,আমিও তেমনি দেশকাল বিস্মৃত হই!

অভিজ্ঞতাগুলো অবচেতনে গড়ে তোলে আরাত্রিক স্মৃতিসৌধ
সাকিন স্মৃতি গুমড়ে মরে আবার খোঁজের চাহিদায়।

           "সাকিন স্থায়ী, আমি দায়ী"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...