মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

কবিতায় -- অমিত দে


 সংযোগ 



পরশের বিবর্ণ কোনও নাম নেই

আমিও অচেনা রং খুঁজে পেলাম না
সমুদ্রের অনাবিষ্কৃত তৃপ্তির ছোঁয়া
রয়ে গেল দুজনের মাঝে...

ভুমিকাবিহীন পাতা ওড়াবার ছলে
ভেসে যাই তীব্র জ্বরের মুখে আঁজলা সুখ
সবাই ভ্রুণের নিরিখে ইহজ হতে চায়। 
যেদিন শহরের পতঙ্গ পথ ভুলে যাবে
আলোকের মাঝে হবে অজানা শামিয়ানা,
চেনা পথেই সেদিন আমরা
তোমাদের নাম দেওয়া মন-পুকুরে
                              ডুবে যাব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...