শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

কবিতায় -- নীলাদ্রি দেব


অস্বচ্ছজামরং যুবকের কবিতা - তিন



যুবকের ডালপালা গাঢ় হলে
   অমাবস্যার আলো ছায়া এঁকে নেয়
স্বপ্নের পলি মায়াবী মেঘের ঢালে
চাঁদরঙে ডুবে যায়
                    অসমীকরণের সুর

দূরেযেদিকে ধান পেঁকে
         ঝুঁকে পড়ে পড়শির কোলে
জ্বলে ওঠে না-নেভা আগুন
পৃথিবীর সব সত্য এক উঠোনে এসে দাঁড়ায়
জামরং যুবক আস্ত একটা গাছ হয়ে ওঠে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...