বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

কবিতায় -- মনিমা মজুমদার

 বৃথা 


ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ভাতের দানা।
চারদিকে অদৃশ্য বলয়ের মাঝে বেলা গড়িয়ে সন্ধে হয়।
ক্ষুধা পেটে এক এক করে বলয় থেকে বেরিয়ে আসে প্রিয় পুরুষ, সন্তানেরা।
চুপিচুপি আমি সাজিয়ে তুলি রূপকথা
সেখানে সোনালী গাছে সোনার ফসল,
সেখানে সাদা ফুলতোলা রুমালে মুছে নিই
এঁটো মুখের গন্ধ,
এতো কিছুর পরও ভাতের দানারা স্বাধীন হয়ে
ছড়িয়ে পড়ে বৃত্তের বাইরে।
আর আমি আবার সাদা রুমালে ফুল তুলি,
সাজাতে থাকি রূপকথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...