শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

কবিতায় -- ওয়াহিদা খন্দকার


 
 প্রতিবেশী 
                       

সশব্দ বিষাদেরা নির্জনতায় হানা দেয় বার বার        
পড়ার টেবিল, স্কেল, মার্জিন সরিয়ে শুরু করে সমবেত কোলাহল !            
বুকে কান পেতে শুনে নেয়,কতটা এগিয়ে ঘুণের পায়চারি।         
তবু ভালোবেসে ওরা প্রতিবেশী, আত্মীয়।     


পড়শির আড়ি পাতা অভ্যেস যায় কি কখনো!    
ব্যর্থতায় নিরাপদ আর  সুখে জাগে অতন্দ্র  
দানা ছড়িয়ে বাড়িয়ে তোলে ঘুণের সংসার   

তবু তো কেউ মনযোগী , কেউ তো বেহাল !   
                         


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...