রাই কিশোরী
রাই কিশোরী আমার ভেতর গাছ গাছের থেকে
পাতা আর শূন্য গোলকে কিছু রেখে যাও
নিমের মতো তেতো মিষ্টি লাগুক
জুতসই কথা বাজে ভাবে এসে বসুক।
এই যে হাজার হাজার কিলোমিটার দূরত্ব
ঘন রঙের অভিমান
এক নিমেষে ক্ষমা করা যায় না!
রাই কিশোরী কান্না না হয় শুনছো না
ফুল মানো তো!
একটা লাল ফুল গোলাপী ঠোঁট
আর আমার শরীরে সেঁটে দাও
পুরোনো যুদ্ধ ফেরত তরোয়াল।
রাই কিশোরী !
আমরা এই ময়দান কবে পেরোবো!
যেখানে গাছেদের রঙ আমাদের ইচ্ছে মতো বদলাবে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন