শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

দীপক জানা- র অণুগল্প "দখল"



দখল          

 

চরটা ঠিক প্রাসঙ্গিক না। কিংবা প্রাসঙ্গিকও। মোট কথা চর জাগলে বাঁশ কাটতে হয়। দখলের। সাইজ মাফিক। মুগুর ভজা, ডন, বৈঠক, কুস্তি, লাঠি-সটকা, ছোরাও। এগুলোই তো খেলা। বাড়ছে। একটু একটু করে। জাগছে সবুজ শরীর। চরে চোখ নেকড়ে, হায়না, শেয়াল ছাড়াও নেহাৎ নেড়ি কুকুরদেরও। 

পুরোপুরি জেগে উঠল চরটা। নদী ফুঁড়ে। ছুটছে বাঁশ, লাঠি, সটকা, ছোরা। দখল চাই, জমির দখল। চরের দখল। হো-ও-ও-ও-ও। হারে-রে-রে-রে-রে। মশাল। আগুন। রাত রক্ত মাখে।
 

- হ্যাঁ, এই এঙ্গেলে ফটোটা নিন। ঠিক-ঠিক এভাবেই।  

- স্যার, কাপড়টা একটু ঠিক.... 

- নাহ্, থাক। ওভাবেই... 

একটা ধর্ষিতা শরীর পড়ে আছে। আকাশকে চাদর করেই। সারা শরীরে অসংখ্য দখল রেখা। 






 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...