শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

প্রথম দশকের কবি অনিমেষ -র গদ্য " রঙলীলা -এক্সটেন্ডেড ভার্সন"

 রঙলীলা -এক্সটেন্ডেড ভার্সন

 


খোলা
আকাশ আর সমস্ত কিছুর কাছে এখন নির্মম ট্র্যাজেডি অপেক্ষা করে আছে।বিষ নীল রঙের! ব্যথা নীল রঙের! ছোপ ছোপ আঘাত নীল রঙের! এখন আকাশ নীল। সবকিছু নীল। এরপর শূন্যতা - শূন্যতার রঙ নীল , রঙচঙে কাপড় পরা নেই। দেহ খুলে রাখা অন্তর্বাস তারও কোনো রঙ নেই ফ্যাকাশে রঙ আছে!ধূসর। প্রথম প্রেম ভাঙার পর ,যে মুখ লুকোতে চাওয়া হয়! মাইনে পেয়ে বেশ্যাপাড়ায় ঢুকে নিজেকে পুরুষ প্রমাণ করা হয় , সেখানে ফ্যাকাশে রঙ আছে। এক রঙ মিলান্তি।এপিসোড থেকে এপিসোড , চরিত্র থেকে চরিত্র ,লাল, সবুজ, গেরুয়া ( রাং দে তু মোহে গেরুয়া...) মিডল স্ট্যাম্পের বল ওপর দিয়ে সামান্য ছুঁয়েও না ছোঁয়ায় মতো বল,ওখানেও রঙ আছে, বলের সেনসেটিভ রঙ।ওই টুকু তো জায়গা, স্পর্শ পেলে রঙ বদলে যেত। বদলে যেত এতদিন হারিয়ে আসা আশ্বাস বিশ্বাসগুলো বিশ্বাসের রঙ আর্যদের মতো। ভেঙে গেলেও এক রঙ।রঙচঙে ব্যপার সব বিশ্বাস যেমন অবিশ্বাস হয়ে উঠতে পারে নি,তেমন প্রতিটি রঙ যে মেরুকরণের মাধ্যমে বদলে দেবে গোটা জীবনের রাজনীতি তাও নয়। "দিল মাঙ্গে মোর" দিল এখন আরও চায়, আরও রঙ আরও বাহার , একটা রঙিন প্রেম আর অট্টহাসির কালারিং স্টেটমেন্ট।ব্যস

উদারতার রঙ আবার রঙরুটের মতো, ভুল পথে নৈব নৈব চ। আমাদের ধূসর আলাপ, উদাসীনতা আর উদারতাকে গুলিয়ে ফেলে। সংযুক্তিকরণ ! এর নৈশ রঙ নীল। অন্ধকারে নীল কালো সব একডাক্তার কহেন " তোমার চোখে সমস্যা আছে" সমস্যার রঙ এখন ফিঁকে।ঠিক ধূসর না ,ঠিক ঘোলাটেও না।ধাঁধা মার্কা রঙ " আভি তো পার্টি শুরু হুহিয়ে" - রঙের কথা চলছে আর যৌবন থেকে উধাও হচ্ছে বন্ধু, বিবস্ত্র সেই অপরিচিত নারী, স্নানরত বান্ধবী আমার জৈবিক রঙ এখন সাদা(শাদা) ,এটাই বুঝছি। বুঝবার মতো চয়েজেবল রঙ

"লাল নীল সবুজেরই মেলা বসেছে"
-
উধাও হয়ে যাওয়া রঙের সূত্র ধরে , টিনেজ পেরিয়ে ঢুকে পড়ি ধূ ধূ প্রান্তরে রাজস্থানের বালি না তিস্তার চরের বোধগম্য হয়না।সবকিছুর তো লিমিট থাকে।লিমিটেশন ,লিমিটেশন।এখানেও ম্যাচিং কালারের কথা। বয়স পেরোনোর আগে পাখিদের গায়ের রঙের ছোপ বসে যায় আমার অন্তরে। ম্যাসকট বদল করে ফেলছে ফিফা ,আইসিসি অথচ রঙের কী ছন্দ।শিল্পী আঁকছেন নতুন রঙ দিয়ে দ্যি গ্রেট আর্টিস্ট ,আমিও , আমিই তো সেই ধ্রুব সত্য যার রঙ রামধনু(রঙধনু)

রঙের চৌকি পাতা রয়েছে, কালো রঙ।কালো রঙ বিরাট বিষয়।বিড়ালের গায়ের রঙ,আমার রঙ, বাবার রঙ কালো। হু কেয়ার্স! প্যান্থার কালো। দ্রুত গতিসম্পন্ন জীবন। আঁধারের কালোর সাথে মিশে যাই।মিশে মিশে রঙ ভাসছে ,ভাসতে ভাসতে সুদীর্ঘ যাত্রাপথ তৈরী। যাত্রীরা নেমে গেছে শুয়ে আছি চিতায়।হলুদ রঙ উড়ছে, জ্বলছি ,জ্বলছে। পুড়ছি ,পুড়ছে। অবশিষ্ট ধূসর , নিয়ে ভাসিয়ে দিলো কেউ

ফিরে এসেছি ফিরে যাবার জন্য, গতিপথ তৈরী। যে রঙেই চলি না কেন সেই তো ধূসর আর ধূসর। মৃত্যুর রঙ ধূসর ,ধূসর বাহু,ধূসর স্তন, ধূসর বাতাস...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...