নাম বনাম
শ্যামলী সেনগুপ্ত
সব ভুলে যাচ্ছি
ভুলে যাচ্ছি নাম আর ধাম
ভুলে যাচ্ছি হোমো সেপিয়েন্সের
দেশজ ভাষা
কী বলছি...ঠিক কী বলতে চাই
ভাবতে ভাবতে যা বলি
ওরা তেমন তেমন ধরিয়ে দেয়---
এই তো দু' কেজি আটার প্যাকেট
আর অ্যালোভেরা বডি লোশন নিয়ে
দিব্যি হেলতে দুলতে পেরিয়ে এলাম
পাড়ার গলি ও অলিপথ।
আটা রান্নাঘরে
অ্যালোভেরা ড্রেসিং টেবিলের
অন্যমনস্কতায় থুয়ে এসে
ঘৃতকুমারীর পরিচর্যা করি
যেন একটি মমি...
লক্ষকোটি বছর পেরিয়ে
যারা ভুলে গেছে তাদের প্রকৃত
হ্যাবিট অ্যান্ড হ্যাবিটাটস
দিব্যি লাগিয়ে ফেলছি রঙিন
প্লাস্টিকের টবে...গুগল থেকে
জেনে নিচ্ছি মাটি,সার,জল
ও পরিচর্যার রকমসকম
জেনে নিচ্ছি কোন ব্র্যান্ডের আটায়
কতটুকুন জল দেব আর
ভাবছি
রুটি খাওয়ার পর সে কি চুমু দেবে
আমার জেল লাগানো আঙুলের ডগায়
ওই যেমন পুরাতনী মা
তার মেয়ের কেনি-আঙুলটা
একটু কামড়ে দিত
খোঁপায় রুপোর কাঁটা গুঁজে দিতে দিতে
উপস্থিতি
অংশুমান চক্রবর্তী
অনন্ত নীরবতা
আমি তার বুক চিরে হাঁটি।
হাওয়া বয়, চারপাশে কেউ নেই। অসহ্য একা।
অতীতে শেয়াল ছিল। আজ নেই।
জোনাকিও নেই।
বিশাল আকাশ জুড়ে
কে টাঙাল রাতের চাঁদোয়া?
কেউ বুঝি এসেছিল? সুনিপুণ আসা আর যাওয়া
সম্পাদিত হল কোন পথে?
জানান দিল না কেন? যদি ঘোর কেটে যায়--
তাই বুঝি শব্দহীন,
মিশে গেল তীব্র অন্ধকারে?
আমি হাঁটি। হেঁটে যাই, অবিরাম।
তাপ বাড়ে, ক্রমাগত ভেজে মাটি
ফোঁটা ফোঁটা ঘামে--
এসেছিল কেউ, তার
উপস্থিতি আঁকা আছে তারাখসা রাত্রির খামে...
আসলে কিছু নয়
রবিন বণিক
আসলে কিছু নয়, কিছু–র মতো দাঁড়িয়ে থাকে ছায়া
পদক্ষেপের মতো হাইফেন টেনে কিছু তো করা যায়
কফির গন্ধের মতো প্রেম, প্লেটোর মতো কিছু দৃশ্য
কিছু বুদ্ধের মতো ধ্যানমগ্ন মায়া নিরেট ফুলের দিকে
কিছু তো করা যায়, ছায়া টেনে টেনে দীর্ঘ জীবন
আসলে কিছু নয়, কিছু–র মতো ফিরে আসা ডিঙি
নিপাট খালি, কিছু তো নেই রক্তাক্ত পদচিহ্ন ছাড়া
তবুও টেনে হিঁচড়ে কিছু শূন্যের দিকে সুতোয় লেখা
সাঁতারের মতো হাত টেনে কিছু চেটে নেওয়া মহাকাশ
অন্তরদহন
মোনালিসা রেহমান
বাংলা কবিতা তুমি এক প্রশ্রয় বিন্দু
শিখিয়েছ যশশ্বী হতে...
এক আত্মশ্লাঘার গল্পে মহীরুহরা কেমন করে তাদের বাধা অতিক্রম করেছিল
অন্তর্দেশ থেকে বর্হিদেশ পর্যন্ত ----সীমানা টেনে দিয়ে যায়...
এই ধুলোখেলা, এই ভূমি, এই মানবিক বোধ --- অন্তরদহন,
সবটাই কি নিয়তি ঠিক করে রাখে !
তবে কীসের এত টানাপোড়েন?
কেনই বা যাপনে এত লাগাম টেনে ধরা---
সব পেয়েছির আসরে তুমিও তো এক এবং অদ্বিতীয় ...
তবুও সেই দিনগুলো কেমন ছাপ রেখে গেছে
অস্তিত্ব সংকটের সমরে...
আজ রাষ্ট্র তোমার স্বাধীনতা হরণ করতে উদ্যত ---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন