শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

দুটি কবিতা - অরুণ পাঠক

 












আড়াল


আলাপের দুইধারে লেগে আছে সংযমের ঠোঁট
ভ্রুমধ্যে আগুন ঠিক লক্ষ্য রাখছে ঢেউ, সন্তরণ।

কে যেন বরফে রেখে হাত হল স্থির পিরামিড
নতুবা এথেন্সে চলো, মঞ্চে মঞ্চে সোফোক্লেস করি।

অনবদ্য বিদায়ের সমস্ত পর্বতে ভেঙে পড়ি—
সুন্দরের অভ্যন্তরে যে পিশাচ বাস করে, সেও।

এই পর্যাপ্ত দিনে লক্ষ্য রেখেছে, নক্ষত্রে ওঠানামা
জ্ঞানের আখরে প্রেম যখন দেহকে দূরে রাখে।

পাশাপাশি চর্চা, মিথে ওই পাহাড় থেকে নেমে এসে
তোমার চোখের মধ্যে ঘনীভূত আজন্ম অনাথ।

একগুচ্ছ ফুল এনে ভেঙে দেয় শস্ত্রের প্রভাব
ভেঙে দেয় আত্মলগ্ন কোনও মন, স্মৃতির কোলাজে।

প্রকরণপ্রিয় যোনি শৌর্যের আশ্রয়ে চির স্থির
হয়তো অরণ্যে কেউ গামছা আড়াল করে আছে।




আবাসন


আবার আবাস এল তোমাকে জড়ানো ত্রিভুবন
নীলের ভোরের বেলা জল ঢেলে নীচু পায়ে হাঁটি।

ঊশ্রীতর সৌন্দর্যের পাশে দীর্ঘকায় সিঁড়ি, স্বাগতম
তলায় নুনের মাটি— নোনা জল, বাঘের বিক্রম।

তা ডিঙিয়ে যাব আজ পথের সাগরে নীল জমি
দু-চার কাহন শস্য কেটে নেব পায়ের দাপটে।

নাগরিক সুখে এই সোনালি গুড়ের মায়া ঢেউ
তুলে আনা পর্বত সমেত পিচকারি— মধুবন।

সিঁড়ি আর ঘর— সিঁড়ি, ঘরে ঘরে কাতর বিজন
সম্ভ্রম পাহারা দেয়— অমূলক বউ, মেয়েদের।

নেমে এসো, পুজো হবে অশত্থ আশ্রয় আমাদের
আমাদের সঙ্গে থাকা কাক এসো, কাঠ বিড়ালিরা।

নতুন আলোর দেশে যেতে গেলে আকাশ তো পাব
যেথা নিমেষ হারানো আবাসন ঝোলানো রয়েছে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...