শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

পদ্য - কৌশিক বিশ্বাস















 মেঘমালতি

একটুখানি শরত আকাশ তোমার

একটু তোমার মেঘের মত নীল

তোমার জন্য শিউলি সকাল জাগে

শরত রোদে পুড়ছে অন্তমিল

 

নিবিড় দিলাম তোমার চোখের মাঝে

কাশের বনে আড়াল জমাট ঠোঁট

পদ্মকুঁড়ির নিষেধটুকু একা

বইছে নিজের মাত্রাবিহীন স্রোত

 

এই নিঝুমে তোমার দাবি মেনে

মাখছি শরত শিশির ভেজা বুকে

তোমার জন্যে ক্লান্ত থাকাই ছিল

মেঘমালতি জমাচ্ছি সিন্দুকে



অনলাইন

মেসেঞ্জারে ফুল ফুটেছে,

ইনবক্সে আলো

নিজেই নিজের গল্পে কথায়

বৃষ্টি বাদল ঢালো

 

বৃষ্টি কথায় জল জমে যায়

ইমোজি সব ভাসে

আত্মমগ্ন মুখগুলো সব

বৃষ্টি ভালোবাসে

 

বৃষ্টি নামে পর্দা জুড়ে

বৃষ্টি নামে ঘুমে

বৃষ্টি পাড়ায় ছড়ায় আলো

নিশ্চুপে  নিঃঝুমে




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...