বালুঘড়ি
ঘূর্ণায়মান সিঁড়ি বেয়ে
চৌখোশ মুখোশ উঠে আসে
আজকাল চেনা অচেনার দ্বন্দ্ব
তবে কি পলি জমছে কোথাও ?
শুষ্ক ঠোঁটে দৃঢ়তা
মুক ও বধির হবার প্রবণতা
তবে থেমে থাকেনা বালুঘড়ি
কথোপকথন
কতক ছন্দ কতক আলাপচারিতা
আর ঢেউ মাখা রোদের ভেতর কিছুদিন
চমক লাগা সৌন্দর্য
ভিড় বহুল রাস্তা
আবার নির্জন চোরাগলি
মরীচিকা এদিক সেদিক ছুটছে
উদাসীনতা বাড়লে
মন সমুদ্রে ডুবে থাকার পালা
তবুও ক্লান্ততার সাথে
আরেকবার ভিড়ের মাঝে
চেনা অচেনা সুরের ইঙ্গিত
ছবি
অন্ধকারের ঘনত্ব তীব্র হলে
অচলায়তন ভেঙ্গে আলোর ফুলকি
সমস্ত রঙিন বহুরূপীদের
বক্ররেখার ভেতর দিন যাপন
আমাদের সমস্ত অবদামিত প্রত্যাশাগুলো
ফিরিয়ে আনছে অসংখ্য প্রতিধ্বনি
শৃঙ্খলিত সব প্রশ্নচিহ্নরা
নুড়ি পাথরের সড়ক তৈরি করছে
আর দৃঢ় পদক্ষেপে সুস্পষ্ট রেখায়
মুক্ত বিহঙ্গের রঙিন ছবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন