শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

ম্যাজিক ট্রিপ - সুদীপ্ত মাজি




ম্যাজিক ট্রিপ




ভার্জিন ফরেস্টের বাঁকে বাঁকে ছড়ানো ছেটানো রহস্যময় সুন্দরের অভ্যর্থনা জানাতে আচমকাই বেরিয়ে পড়েছিলাম আমরা---- এক বর্ষাদুপুরের বক্সাবনে । অনেকদিন ধরেই ভাবছিলাম --- পাহাড়ি অরণ্যের সঙ্গে গল্পগুজব জমে ওঠেনি তেমন ।প্রায় রাহাজানি করে দখল নেওয়া একটি চক্রযান আর কুমারী অরণ্যের মধ্যে আমাদের সরেজমিন সৌন্দর্যের মানসিক দখলদারি নেওয়ার স্বতোশ্চল ইচ্ছেপূরণের হাওয়াগাড়ি আমাদের এক্সপিডিশন-কে করে তুললো মূর্চ্ছনামুখর । কোর এরিয়ার অনেকটা ভেতরে ---- যেখানে মানুষের পায়ের চিহ্ন পড়ে না ---- সেখানে ঘনিয়ে উঠলো কবিতাপড়ার দুপুর ---- পাঠের সময়ও উৎসুক হয়ে থাকলো আমাদের দৃষ্টি এবং শ্রুতি ---- কারণ তার কিছুক্ষণ আগেই চলতে চলতে পাশের ঝোপ থেকে ভেসে আসা বোঁটকা গন্ধে আমরা টের পেয়েছি --- তিনি আছেন দুচার গজের দূরত্বেই । প্রায় সঙ্গে সঙ্গেই পথের পাশের বৃষ্টিভেজা মাটির ওপর নজরে এসেছে চার - পাঁচটি থাবার টাটকা দাগ । জঙ্গল থেকে কুড়িয়ে নেওয়া একটি বাঁশ আর পাথরের টুকরো ছাড়া সঞ্চয় করবার মতো আয়ুধ তখন আর কোথায়ই বা মিলবে ! পথে পেরিয়ে যেতে হলো একটি শতাব্দীপ্রাচীন কাঠের সাঁকো --- যা হয়তো গত কয়েক দশকে মেরামত হয়নি --- পা হড়কালে কিংবা ব্রিজের কাঠ খসে পড়লে নিচের খাদে, যেখানে অভ্যর্থনা করার জন্য অপেক্ষায় থাকতে পারে কেবল লেপার্ড নয় , হাতি থেকে বুনো ঢোল , বাইসন , কিং কোবরা থেকে বুনো শুয়োর । আর বর্ষানুষঙ্গে জোঁকের আদর না মেলাটাই অস্বাভাবিক!  একটা ভরে ওঠা দুপুর যখন বিকেলের সঙ্গে গল্পগাছা সেরে নিঝুমপুরের অন্ধকারে মিলিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আমরা দৌড় লাগালাম সান্তালাবাড়ির দিকে --- কারণ এরপর গাড়িতে চেপে গভীর জঙ্গল পেরিয়ে যেতে হবে অন্তত ঘন্টাখানেকের পথ , শশব্যস্ত হয়ে । আশ্চর্য একটা গানের গলন টের পাওয়া যাচ্ছিলো , ফিরে আসবার প্রতিবেশ জুড়ে ...






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...