টগর অধিকারী 'র ডাইরি
জিন্দাবাদ কথাটার মধ্যে লুকিয়ে আছে
এক ধরনের আতঙ্ক।
অথচ ডাকনামের ভেতর সহজেই উড়িয়ে দেওয়া যায়
এক একটা পায়রা।
মানুষ যতই স্বার্থপর শ্রেণীর পদে উত্তীর্ণ হোক না কেন
রোজ রাত বালিশের নিচে জমাতে থাকে একটু একটু করে মাটি।
২.
অভিনীত নাটকে খুলে পড়ছে মুখোশ।
অথচ সম্পর্কের উতল হাওয়া কুড়িয়ে তুলছে টুকরো টুকরো পাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন