ঝাড়ন
কিছু কিছু সময় থাকে---না ঘরকা, না ঘাটকা।
কোথায় দাঁড়াবে গিয়ে এই নিয়ে দ্বিধান্বিত মন।
কিছু কিছু দৃশ্য থাকে দোলাচলের---হওয়া বা না হওয়ার,
এবং তোমার হাতের মুঠোয় অস্থিরতা গুঁজে দিয়ে
নির্বিকার হেঁটে যাচ্ছে কেউ।
কিছু কিছু ভাষ্য থাকে শাঁখের করাত---যেতে কাটে, আসতেও কাটে
আর গুজবের তল্লাটে
ছড়িয়ে যায় দানাশস্য বিভ্রান্তির।
কিছু রাগ, কিছু ক্ষোভ আর কিছু গাঢ় অভিমান
বহুদূর ছুটিয়ে নিয়ে ঝেড়ে দিলাম
কোনও এক তীব্র নদীস্রোতে---তাহারা ভাসুক।
আমার চোখের ঊর্ধ্বে থাক জাগরুক
মাস মাস, বছর বছর খণ্ডহীন আহা নীলাকাশ।
একটি নদী
একটি নদী দুঃখে হাঁটে, বিষণ্ণ।
আমি কি তার সুখের জন্য
হাত বাড়াই!
আমি কি তার পথের সীমায় পানশালা!
ডেকে আনি হওয়ার পাখা মুহূর্তে!
কেউ থাকে তার নিজের মতে
একগুঁয়ে,
স্বেচ্ছাচারী চোখ রাখে সে অগ্নিতে।
ভুলক্রমে ফিরে তাকায় যদিও,
ছড়িয়ে দেয় ' আর ডেকো না ' মন থেকে।
একটি নদী সেতুবিহীন, খুব একা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন