ফুলদানীর গান
১
নীরবতা গুলে যাচ্ছে ভোরের
জানালায়
ক্রমশ তলানির দিকে
টুপটাপ যুক্তির দানা
থিতিয়ে পড়ে
একটুকরো নামের ভেতর
একটুকরো তুলনার ভেতর
জমে ওঠে হিসেবের স্বাদ
ভেঙে পড়া আলোর দিনে
এগিয়ে যায় অস্তিত্বের ছায়া
আঙুলের বাতাস থেকে
জেগে ওঠে আরও শব্দ,
স্নায়ু...
দমকা জন্ম জমা হয় নীরবে
অপেক্ষায় দুলে ওঠে আবছায়া জীবন
অপেক্ষা বরাবর অপেক্ষার সুগন্ধি আলো
...
২
আমাদের নীরবতায়
একটা গোটা আকাশ পেখম
মেলেছে
অযথা সবুজ রোদে
মেখে যাচ্ছে উদাসীন সংশয়
দু’টো হাত ক্রমশ
উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে
পড়ছে
আর মিলিয়ে যাচ্ছে যৎসামান্য মেঘে
সম্পর্কের অতিকথনকে
কীভাবে বৃষ্টি পড়ার শব্দ
দেবো?
কীভাবে বুনবো না দেখা
কথা?
অদৃশ্য মোমবাতি খুলে
শুধু নীরব জ্বেলে নেবো
আর সময় খুলে খুলে
বীজ রেখে দেবো অজানা
ভাসমানতায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন