শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

দুটি কবিতা - কল্যাণ হোড়


 










নস্টালজিক 


ধীরে ধীরে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন 

বাতানুকূল কাঁচের ভেতর থেকে

নড়ছে একটা হাত

একটা নস্টালজিক ছায়া, সময়ের ---

ঝাপসা হয়ে আসে চোখ

ঝাপসা একটা অবয়ব

দেখা হবে তো আবার?



এনকাউন্টার


এনকাউন্টার ফিরে আসুক বার বার

ধর্ষকের কোন জাত হয় না

এনকাউন্টারের বিকল্প হয় না

চৌরাস্তার মোড়ে মোমবাতি জ্বেলে

নিরবতা নয় আর

চল্লিশ কোটি জোড়া চোখে আগুন ঝরুক

ফিরে আসুক এনকাউন্টার বার বার।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...